
ফেসবুক পিক্সেল হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি একটি কোড বা স্নিপেট। এর মাধ্যমে ফেসবুক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপনার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ এর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারে। এটি সঠিকভাবে কানেক্ট করা থাকলে ফেসবুক বুঝতে পারে কোন বিজ্ঞাপনে দেখে কাস্টমার ওয়েবসাইটে যেয়ে আপনার পণ্য ক্রয় করল। এই তথ্য ব্যবহার করে ফেসবুক অ্যাড আরও অপ্টিমাইজ করা যায়। যাতে আপনি ডিজিটাল মার্কেটিঙে কম খরচে আরও বেশি বিক্রয় করতে পারেন।
ফেসবুক পিক্সেল মূলত দুইটি পদ্ধতিতে সেটআপ যায়। নিচে সংক্ষিপ্ত ভাবে ধারণা দেয়া হলঃ-
পিক্সেল দিয়ে ওয়েব ব্রাউজারের থেকে ডাটা সংগ্রহ করার জন্য। এই পদ্ধতিতে ওয়েবসাইটের ভিজিটরের ব্রাউজার থেকে ফেসবুক তথ্য সংগ্রহ করবে। কিন্তু যদি কোন এড ব্লকার লাগানো থাকে বা ব্রাউজারের প্রাইভেসি সেটিংস্ দেয়া থাকে তাহলে ফেসবুক সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হবে। তবে এই পদ্ধতিতে খুব সহজেই পিক্সেল সেটআপ করা যায় এবং বাংলাদেশের ছোট-মাঝারি অনলাইন ব্যবসায়ীদের জন্য ফেসবুক ব্রাউজার পিক্সেলই যথেষ্ট।
ভিজিটরের ব্রাউজারের প্রতি নির্ভরশীল না হয়ে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে ফেসবুকের কাছে তথ্য পাঠানো হয় ফেসবুক কনভার্সন এ পি আই এর মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং করে। অর্থাৎ কোন এড ব্লকার লাগানো থাকলে বা ব্রাউজারের প্রাইভেসি সেটিংস্ দেয়া থাকলেও ফেসবুক সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। এই পদ্ধতিতে পিক্সেল সেটআপ করা কিছুটা খরচ সাপেক্ষ কারন এর জন্য আপনাকে একটি ক্লাউড সার্ভারের সেবা নিতে হয়। আমরা এই নিবন্ধে কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগিন ব্যবহার করে পিক্সেল সেটআপ করা যায় সেই ব্যপারে আলোচনা করবো।
সেটআপ করার করার পূর্বে তিনটি বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে,
কন্টনিউ বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত দেখতে অপশন আসবে
যখন ট্র্যাকিং কোড ক্রিয়েট হয়ে যাবে তখন সেই কোডটি ওয়েবসাইটে বসানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন তিনটি উপায়ে আপনি এই কোড ওয়েবসাইটে ইনপুট করতে পারবেন।
আপনি আপনার সুবিধা জনক উপায়ে পিক্সেল কোটি ওয়েবসাইটে ইন্সটল করে নিবেন।
প্রথমেই আপনাকে নিজের ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন প্যানেলে লগইন করতে হবে। এরপর ইন্সটল নিউ প্লাগিন যেয়ে “PixelYourSite” নামের প্লাগিনটি সার্চ করে ইন্সটল এবং একটিভেট করুন। তখন প্লাগিনের ড্যাশবোর্ডে গেলে নিচের মত একটি ইন্টারফেস স্ক্রীন দেখতে পাবেন।
এরপর ইন্টারফেস ফেসবুক বাটনে ক্লিক করে ভিতরে যান। এখানে আপনাকে পিক্সেল আই ডি এবং কনভার্সন এপিআই এক্সেস টোকেন দিতে হবে। এই দুইটি দিয়ে সেভ করলেই সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ সম্পন্ন হয়ে যাবে।
এবার আসুন দেখে নেই কথা থেকে আপনার পিক্সেল আই ডি এবং কনভার্সন এপিআই এক্সেস টোকেন সংগ্রহ করতে হবে। এরজন্য আপনাকে মেটা বিজনেস সুইটের ইভেন্ট ম্যানেজার/ইভেন্ট(Event) অপশনে যেয়ে নির্ধারিত পিক্সেলের সেটিংস্ ট্যাব ওপেন করুন। স্ক্রল করে এই ট্যাবের কনভার্সন এপিআই সেকশনে যান। সেখানের থেকে “Generate access token” লিংকে ক্লিক করুন। এরপর এক্সেস টোকেন তৈরি হয়ে যাবে। নিচের ছবিতে চিহ্নিত করা দুটি অংশই হচ্ছে এক্সেস টোকেন এবং পিক্সেল আইডি। এগুলো কপি করেই আপনাকে আগের দেখানো “PixelYourSite” প্লাগিনের ফেসবুক ট্র্যাকিং ইন্তারফেসে পেস্ট করতে হবে।
এটি শুধু ব্যবহার করলেই হয় না আপনাকে জানতে হবে এর কার্যকারিতা এবং পরিচালনা পদ্ধতি।
ফেসবুক পিক্সেলের গুগল ভার্শন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আপনি যদি গুগল অ্যাড অথবা আনাল্যটিক্স ব্যবহার করে থাকেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার উত্তম। আপনার যদি পিক্সেল বিষয়ে কোন মন্তব্য না প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন। আমরা যথাসম্ভব দ্রুত আপনাকে উত্তর দিতে চেষ্টা করবো।
ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে জানেন কি? ফেসবুক পেজে পোস্ট করছেন কিন্তু সেটি বেশি মানুষকে রিচ করছে না অথবা অডিয়েন্স সেটির সাথে এঙ্গেজ হচ্ছে না, এমন সমস্যার মধ্য দিয়ে বর্তমানে প্রায় সবাই যাচ্ছেন। কিভাবে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে...
আপনার ওয়েবসাইটের ভিজিটর শপিংকার্টে কেন প্রোডাক্ট অ্যাড (যোগ) করছে না? আপনার ওয়েবসাইটে প্রতিদিন হাজার হাজার ট্রাফিক কিন্তু তারা কেউ কেনাকাটা করছে না।এমন পরিস্থিতি যদি আপনার সাথে ঘটে তবে আপনার ওয়েবসাইটের ভিজিটর ঠিক ভাবে বুঝে উঠছে না ওয়েবসাইটে ল্যান্ড করার পরে...
সার্চ ইঞ্জিন মার্কেটিং বা Search Engine Marketing (SEM) হলো ব্যবসা বৃদ্ধি এবং নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় গুলোর মধ্যে একটি। দীর্ঘমেয়াদে ট্র্যাফিক আকর্ষণ করার জন্য অর্গানিক মার্কেটিং কৌশল ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কিন্তু কখনও কখনও, SERPs বা Search Engine Result...
Comments (0)